টিসিএল এগ্রো ও ডেইরি ফার্ম ‘এগ্রো রিসোর্ট’ হিসেবে তুলনীয়

গবাদি পশু পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি শুধুমাত্র দুধ, মাংস এবং পশম উৎপাদনের মাধ্যমে পরিবারগুলোর আয়ের উৎস নয়, বরং খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রেও বিশাল ভূমিকা পালন করে।

এরই অংশ গরুর ফার্ম এবং তার ধারাবাহিকতায় প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে টিসিএল এগ্রো ও ডেইরি ফার্ম। ঢাকাস্থ দোহার উপজেলার প্রাণ কেন্দ্র থেকে প্রায় দু কিলোমিটার দূরত্বে এ ফার্মের অবস্থান। একই উপজেলার বানঘাটা এলাকার বাসিন্দা ও সমাজ সেবক  এবং ফার্মের প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ সানু এর অক্লান্ত পরিশ্রমে ২০১৯ সাল থেকে এ ফার্ম প্রশংসনীয় ভাবে এগিয়ে যাচ্ছে। ফার্মের সামনে রয়েছে বড় গেইট। কয়েক পা এগিয়ে গেলেই চোখে পড়বে প্রাচীর ঘেরা ও শান বাধানো বড় পুকুর। পনেরো একর জমির উপর টিসিএল এগ্রো ও ডেইরি ফার্মটির কার্যক্রম চলছে। এ ফার্মের বিশেষ বৈশিষ্ট্য হলো উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা।

টিসিএল এগ্রো ও ডেইরি ফার্ম এর ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মোঃ তাজমিলুর রহমান জানান, কোন রকম হরমোন & মোটাতাজা করন ইনজেকশন ছাড়া প্রাকৃতিক পরিবেশে অর্গানিক খাবার এর মাধ্যমে লালনপালন করা হচ্ছে।  নিজস্ব জমিতে উৎপাদিত এবং নিজস্ব ম্যাশিনে প্রক্রিয়ার মাধ্যমে গো-খাদ্য তৈরি করা হয়। ফার্মে যে কোন মানুষ, পশু বা যানবাহন প্রবেশের সময় বিশেষ পদ্ধতিতে জীবানুমুক্ত করা হয়। ক্রয়কৃত কোন নতুন  আনা হলে প্রায় ২১ দিন কোয়ারান্টাইন শেড বা আলাদা ঘরে রাখা হয়। সেখান থেকে ভ্যাকসিনেশন & কৃমিনাশক করা পর মূল খামারে স্থানানতরিত করা হয়।

বর্তমানে খামারে গরুর সংখ্যা প্রায় ৩শ টি, এর মধ্য দুদ্ধজাত গরু ৭০ টি, যা থেকে প্রতিদিন দুধ পাওয়া যায় গড়ে ৪শ লিটার। তাছাড়া খামারের গরুর গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদন চলমান এবং গোবর সার হিসেবে নিজস্ব জমিতে ব্যবহার করা হচ্ছে। এখানে শাহিওয়াল, পাকড়া, জার্সি, গির ও ভূট্টি সহ বিভিন্ন জাতের গরু রয়েছে। রয়েছে দেশী গরুও। এবার ৭৫ হাজার থেকে শুরু করে ৭ লাখ টাকার মধ্যে গরু আছে যা  নিম্ন মধ্যবিত্ত শ্রেণির থেকে উচ্চবিত্ত সবার জন্য সামনের কোরবানির গরুর কালেকশন।

টিসিএল এগ্রো ও ডেইরি ফার্মে কর্মরত আছে ২ জন ভেটেরিনারি ডাক্তার, ১ জন উপ সহকারী অফিসার এবং অন্যান্য কর্মচারীর সংখ্যা ২৫ জন।

এখানে সন্ধ্যার আলোকচ্ছটায় পরিবেশ আরো  মোহনীয় করে তোলে, মনে হয় একগুচ্ছ স্নিগ্ধ গ্রাম। টিসিএল টিসিএল এগ্রো ও ডেইরি ফার্ম এর দৃশ্য বা পরিবেশ তুলনা করা যায় ‘এগ্রো রিসোর্ট’ হিসেবে যা  অনেক দেশে বিদ্যমান।

কুষ্টিয়া জেলায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী।

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকাল ৪ টার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT