মাইনুল ইসলামঃ
ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় পারিবারিক কবরস্থানের সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সবজি ও গাছপালা কেটে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার কারণে মো. রাজিব (২২), মো. সজিব (২৬) এবং তাদের পিতা মো. দেলোয়ার হোসেন (৫০) তাকে প্রাণনাশের হুমকি দেন এবং পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর সংলগ্ন সবজি ও গাছপালা কেটে ফসল নষ্ট করেন।
আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা (এএসআই) নাজমুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য অনুযায়ী, দেলোয়ার হোসেন ও তার ছেলেরা আমিনুল ইসলামকে হুমকি দিয়েছেন এবং সবজির গাছ কেটেছেন। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে। এ বিষয়ে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।