রাজিবপুরে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করলেন উপজেলা নিবার্হী অফিসার ফজলে এলাহী

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলাধীন রাজিবপুর সদর ইউনিয়নে ২০২৪-২৫ ইং অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চর রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। উপজেলার সদর ইউনিয়ন রাজিবপুরের বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের ১৩০ জন কৃষকের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়। কৃষিনির্ভর এই ইউনিয়নের কৃষকদের কষ্ট লাঘবের জন্য এবং কৃষি খাতের উন্নয়নের জন্য এই স্প্রে মেশিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের সাধারণ কৃষকদের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন এই স্প্রে মেশিন খোলা বাজারে বিক্রি না করে কৃষকরা ব্যবহার করলে রাজিবপুরের কৃষির খাতের উন্নয়ন হবে। আর কৃষি খাতের উন্নয়ন হলে গোটা বাংলাদেশের উন্নয়ন হবে।

স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চর রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজপুর উপজেলা বি এন পির আহবায়ক জননেতা অধ্যাপক মোখলেসুর রহমান, জামাআতে ইসলাম বাংলাদেশের এর চর রাজিবপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, চর রাজীব পুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা,চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, ফ্রেন্ডশিপ সু শাসন প্রকল্পের আইনী ও সাধারণ তথ্য সভা কেন্দ্রের প্যারালিগাল মোঃ আলতাফ হোসেন,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোখলেসুর রহমান সহ আরো অনেকেই।

কুষ্টিয়া জেলায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী।

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকাল ৪ টার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT