কুড়িগ্রাম রৌমারীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মরণে নদী ভাংঙ্গন রোধে মানববন্ধন

কৃষক, শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ মাওলানা ভাসানীর বাংলাদেশ।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা, ব্রম্মপুত্র নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২শে মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ মানববন্ধন এ-র আয়োজন করা হয়।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ১৬ মের ফারাক্কা লংমার্চের রাজনৈতিক গুরুত্ব আজও হারিয়ে যায়নি।

মানববন্ধনে জননেতা হাসরত খান ভাসানী বক্তব্যে বলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালে চিন্তা করে ঐতিহাসিক ফারাক্কা লাং মার্চ করেছিলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শুধু বাংলাদেশের ক্ষতিকরেই যাচ্ছে। যদি সাধারণ মানুষ কৃষক শ্রমিক নদী ভেংঙ্গে বিলীন হয়ে যায় তাহলে দেশ বাঁচানো যাবেনা। রাস্তা ঘাট,বড় বড় বিল্ডিং, ব্রীজ,কালভার্ট-বাড়িঘর করে যদি নাই থাকে সেই চিন্তা অনেক আগেই করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার উদ্দেশ্য বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা নদী ভাংঙ্গণ। অতি দ্রুত নদীগুলো ড্রেজিং করে স্থায়ী বাঁধের দাবী জানান। ঐ ঢাকায় বসে তামাশা করবেননা।

তিনি আরও বলেন, নদী ভাংঙ্গণের বাজেট সবচেয়ে বড়ো বাজেট আকারে পাশ করা হয়। আর যদি হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় আমরা সারা বাংলাদেশের মানুষ কে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

জনাব সেলিম খান ভাসানী তার বক্তব্যে বলেন, আমরা অন্তরবর্তি সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণ করে খেওয়ারাচর, সোনাপুর ঘুঘুমারী সুখের বাতি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকা রক্ষা

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৬৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন। শনিবার (৭ জুন) সকাল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT