কুড়িগ্রাম রৌমারী উপজেলায় ১৩কেজি গাঁজা সহ দুই যুবকে আটক করেছে রৌমারী থানা পুলিশ ২৫ মে দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার একটি পুলিশ দল উপজেলার দক্ষিণ পাশে সিএনজি স্টানে অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেন। পুলিশ জানায় অভিযানের সময় দুইজনকে মাদক কারবারি স্কুল কলেজের ব্যাগে করে গাজা বহন করেছিলেন , তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতারা হলেন ছাইদ আলীর ছেলে রবিউল ইসলাম রবিন(২৬) তাহার গ্রাম নীলুর খামার, এবং মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৬) যাহার বাড়ী থানার অন্তর্গত নীলুর খামার কাশির ভিটা উভয়ের দুজনের ঠিকানা নাগেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
833
Shares
শেয়ার করুন
শেয়ার করুন