পাকিস্তানে মৌসুমি ঝড়-বৃষ্টির জেরে এক সপ্তাহে নিহত ৩২

পাকিস্তানে মৌসুমি ঝড়-বৃষ্টির জেরে এক সপ্তাহে নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহত ৩২ জনের মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন আজ শুক্রবার; তাদের সবার বাড়ি উত্তরপশ্চিামঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়।

পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। শনিবার পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। নিহতদের মধ্যে ৩০ জন প্রাণ হারিয়েছেন বাড়িঘরের দেওয়াল কিংবা ছাদ ধসে। অপর ২ জন মারা গেছেন উপড়ে যাওয়া সোলার প্যানেলের আঘাতে।

চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত টানা তাপপ্রবাহ বয়ে গেছে পাকিস্তানের ওপর দিয়ে। আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল মে মাসে পাকিস্তানের যে স্বাভাবিক তাপমাত্রা, তার চেয়ে চলতি মে মাসের তাপামাত্রা ছিল অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেই দাবদাহ শেষ হতে না হতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, পাকিস্তান সেসবের মধ্যে অন্যতম। তাপপ্রবাহ, ঝড়-বৃষ্টি ও বন্যায় প্রতি বছরই দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটছে। সূত্র : জিও নিউজ

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৬৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন। শনিবার (৭ জুন) সকাল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT