ঈদযাত্রায় চাঁদাবাজি রোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব

সড়ক-মহাসড়ক ও নদীপথে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজি রোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। গরুর ব্যাপারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এজন্য শীতালক্ষ্যা নদীতে নিয়মিত টহল দেবে পুলিশ ও র‍্যাব। সরেজমিন দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। বাস, পশুবাহী ট্রাক ও সিএনজি থামিয়ে চলছে তল্লাশি। যাচাই করা হচ্ছে নথিপত্র। শাস্তির আওতায় আসছেন হেলমেটবিহীন মোটরসাইকেল চালকরাও।

আইন অমান্য করায় মঙ্গলবার (৩ মে) দুপুর পর্যন্ত অন্তত ২০টি যানবাহন জব্দ করা হয়েছে। ঈদের ফিরতি পথেও এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে র‍্যাব। এদিন সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো হাট পরিদর্শন করেন র‍্যাব-১১ এর সিইও লে কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, নির্বিঘ্নে যেন গরুর ব্যাপারীরা চলাচল করতে পারে এজন্য শীতালক্ষ্যা নদীতে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পাশাপাশি র‍্যাব- ১১ এর সদস্যরা নিয়মিত টহল দেবে।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিভিন্ন পশুর হাটে গরু নিয়ে আসার সময় শীতালক্ষ্যা নদীতে ইজারাদারের সন্ত্রাসীরা গরুর ব্যাপারীদের নিজ নিজ হাটে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। এছাড়াও গরুর ট্রলার থেকে চাঁদা আদায় করছে এসব সন্ত্রাসীরা। সম্প্রতি এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৬৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন। শনিবার (৭ জুন) সকাল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT