“টাকা নিলে মাইনষে মন্দ কইব” পথশিশুর ভিডিও ভাইরাল

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন স্টেশন ও টার্মিনালে। এই বাস্তবতা সরেজমিনে দেখতে বুধবার (৪ জুন) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রেলস্টেশনে পৌঁছেই তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, টিকিট পাওয়ার সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। ঠিক তখনই ঘটে এক হৃদয়ছোঁয়া ঘটনা। উপদেষ্টার গাড়ি থেকে নামার মুহূর্তে রামিন নামের এক পথশিশু এগিয়ে এসে তাকে সালাম দেয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও তার দিকে হাত বাড়ান। রামিন সম্মান জানাতে উপদেষ্টার পা ছুঁতে চাইলেও তিনি তা বিনয়ের সঙ্গে আটকে দিয়ে দোয়া করেন এবং তাকে কিছু টাকা দিতে চান। কিন্তু বিস্ময়ের বিষয় হলো—পথশিশু রামিন বিনয়ের সঙ্গে সেই টাকা নিতে অস্বীকৃতি জানায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়,
“স্যার টাকা লাগব না, না না, টাকা লাগব না।”

উপদেষ্টা কয়েকবার চেষ্টা করেও তাকে টাকা দিতে পারেননি। রামিন চলে যাওয়ার সময় আবার তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা আবেগে ভাসিয়ে দেয় হাজারো মানুষকে। পরে সাংবাদিকরা রামিনের কাছে জানতে চাইলে সে জানায়—“স্যার গাড়ি থেইকা নামার পর আমি ধরছিলাম, তাই খুব ভালো লাগছে।

কিন্তু টাকা না নেওয়ার বিষয়ে তার বক্তব্য ছিল আরও গভীর ও মানবিক। রামিন বলে— “টাকা নিলে মাইনষে মন্দ কইব। এই টাকা দিয়া দুদিন খাইলেই শেষ হইয়া যাইব। আমার টাকা লাগব না। উনার দোয়া হইলেই চলব।” নিজেকে নেত্রকোনার জাহেরপুর গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয় সে। এই ঘটনাটি কেবল এক পথশিশুর আত্মসম্মানবোধ ও মূল্যবোধের উদাহরণ নয়, বরং আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায়—একটি শিশু, যার নেই মাথা গোঁজার ঠাঁই, যার জীবনে প্রতিদিনই সংগ্রাম, সেই শিশুর মুখে এমন উচ্চতা ও সততার কথা নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। অনেকে বলছেন—এই একটি ভিডিও আমাদের শেখায়, সম্মান আর সততা কখনও অর্থে ধরা যায় না।

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৬৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন। শনিবার (৭ জুন) সকাল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT