মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদ্‌যাপিত

শহীদুল ইসলাম শরীফ:

সৌদি আরব জুড়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা (dhu’l-hijjah 10, 1446 AH, ৬ জুন, ২০২৫) গভীর ভক্তি ও উৎসাহের সাথে উদ্‌যাপিত হয়েছে। বৃহত্তর মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা, এই দিনটি ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে পালিত হয় এবং হজের শেষ দিনের সাথে মিলে যায়। একদিকে পবিত্র হজ এবং অন্যদিকে কোরবানি মিলে সৌদিতে ঈদুল আজহার উৎসব অনন্য রূপ লাভ করে।

পবিত্র হজ এবং ঈদুল আযহা উৎসব সৌদি আরবে অনন্যভাবে মিশে আছে। আরাফাতের ময়দানে প্রধান হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সকালে ঈদের নামাজ আদায় করা হয় মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা এবং অন্যান্য শহরের প্রধান ঈদগাহ ময়দান এবং মসজিদে হাজার হাজার মুসল্লি সমবেত হন। ঈদের খুতবায় মুসলিম সম্প্রদায়ের কাছে শান্তি, করুণা, ত্যাগ এবং মানবকল্যাণের বার্তা পৌঁছে দেয়া হয়। নামাজের পর, মিনা মরুভূমিতে কোরবানির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সৌদি আরবে, ঈদ উদ্‌যাপনের জন্য বাড়িতেই ঐতিহ্যবাহী আরবি খাবার, যেমন কাবসা, মান্ডি, সাম্বুসা এবং বিভিন্ন ধরনের খেজুর ও মিষ্টি তৈরি করা হয়। সৌদি আরব সরকার এই আনন্দময় অনুষ্ঠানে নিরাপত্তা এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা বাস্তবায়ন করছেন।

এদিন বিকেল হওয়ার সাথে সাথে স্থানীয় পার্ক ও হোটেলগুলোতে বিশেষ করে বিভিন্ন দেশের প্রবাসীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৬৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন। শনিবার (৭ জুন) সকাল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT