কুষ্টিয়া জেলায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী।

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকাল ৪ টার সময় (৭ ম তলা) পরিমল টাওয়ার, এনএস রোড, কুষ্টিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মাজমাদার, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক প্রতিজ্ঞা, সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা, কুষ্টিয়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল খন্দকার, দৈনিক স্বর্ণযুগ পত্রিকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি চ্যানেল a1, একেএম নাজমুল আলম, উপজেলা প্রতিনিধি দৈনিক জবাবদিহি, মহিউদ্দিন বিশ্বাস, দক্ষিণের অপরাধ পত্রিকার স্টাফ রিপোর্টার। আব্দুল্লাহ আল বিন জুবায়ের, জেলা প্রতিনিধি জাতীয় অভয়নগর। তুহিনুর রহমান দৈনিক দক্ষিণের অপরাধ পত্রিকার স্টাফ রিপোর্টারসহ প্রমুখ।

সার্বিক আয়োজনে ছিলেন বাহাদুর চৌধুরী, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।সাংবাদিকতার ভূমিকা ও দায়িত্ব নিয়ে পারভেজ মাজমাদার বলেন সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। আমাদের কাজ হচ্ছে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের কল্যাণে কাজ করা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে পারি, যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ।

আমাদের লেখনীর মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তাই আমাদের উচিত সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কাজ করা। সাংবাদিকতা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের উচিত পেশাগত সততা বজায় রেখে জনগণের সেবা করা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করবে, যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের জন্য এক মিলনমেলা, যেখানে তারা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং পেশাগত দায়িত্ব পালনে একে অপরকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।

রৗমারীতে প্রতিবন্ধী মহিমার মানবেতর জীবন যাপন

রৌমারী উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে ভারত বাংলাদেশ লাগোয়া গ্রামের নাম ছাট কড়াইবাড়ি। এই গ্রামের দিন মজুর মৃতু শফিয়ার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT