প্রথমবারের মতো এএফসি এশিয়া কাপের মূল পর্বে উঠে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা আজ রাতে দেশে ফিরছেন। জানা গেছে, আজ রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে ঋতুপর্ণা চামকা, আফঈদা খন্দকারদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছবে ফুটবল দল। বাফুফে জানিয়েছে, মিয়ানমার থেকে নারী দল আজ সন্ধ্যা সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হবে। রাত ৯টায় দলটি পৌঁছবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখান থেকে ১১টা ৫০ মিনিটের বিমানে উঠে রাত ১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছবে ফুটবল দল। মেয়েরা ঢাকায় নামার সোয়া ঘণ্টা পর দেয়া হবে সংবর্ধনা!
বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ আজ এ কথা নিশ্চিত করেছেন। দলের দুই তারকা খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকাল সাতটায় ভুটানের লিগ খেলতে রওনা হবেন ঢাকা থেকে। বাফুফে সূত্র জানিয়েছে, এ কারণেই রাত আড়াইটায় এমন তড়িঘড়ি করে মেয়েদের সংবর্ধনা দেয়া হবে!
বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে ও মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে উঠে যায় বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে পিটার বাটলারের শিষ্যরা। তিন ম্যাচে ৫ গোল করেন ঋতুপর্ণা।













