অগ্নি নির্বাপণ মহড়ার মাধ্যমে ঝুঁকি মোকাবিলা ও ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র ব্যবহারের কৌশল শেখা যায়- চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, “অগ্নি নির্বাপণ মহড়ার মাধ্যমে প্রশিক্ষনার্থীরা আগুনের ঝুঁকি মোকাবিলা করতে এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার শিখতে পারে। ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হয়, আগুন লাগলে কিভাবে ফায়ার সার্ভিসকে ডাকতে হবে, ভবনে আগুন লাগলে সেখান থেকে কিভাবে বের হয়ে আসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হয় এসব দিক জানতে পারা যায়। আগুন লাগার সম্ভাব্য কারণগুলো সম্পূর্ণভাবে দূর করাই অগ্নিনিরাপত্তা বিধানের সবচেয়ে কার্যকর উপায়। তিনি আরও বলেন, চুয়েট রাষ্ট্রীয় সম্পদ। এটি রক্ষা করা প্রত্যেকেরই পবিত্র দায়িত্ব। যেহেতু চুয়েট ও এর প্রতিটি বিভাগ রাষ্ট্রীয় সম্পদ, তাই এটা দেশের আপামর জনগণের সম্পদ। এ সম্পদ আপনাদের কাছে আমানত। কোনোভাবেই তা নষ্ট ও অপচয় করার সুযোগ নেই। যে বা যারা এটা নষ্ট ও অপচয় করবে, এর সঙ্গে কোনোভাবে জড়িত থাকবে তারা সবাই অপরাধী।”

আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন, বিএফএম (এস)। এসময় আরও বক্তব্য রাখেন চুয়েটের নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা। চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া আরও বলেন, হঠাৎ ভূমিকম্প শুরু হলে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। ভবনের ভেতরে থাকলে দ্রুত খোলা জায়গায় সরে যেতে হবে এবং যারা আটকে পড়তে পারেন, তাদের উদ্ধার করতে একে অপরকে সহযোগিতা করতে হবে। দুর্যোগের সময় শান্ত থেকে সঠিক পদক্ষেপ নিলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT