গৌরীপুরে জমি দখলের পায়তারা বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জমি দখলের পায়তারা অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহানারা বেগম গংয়ের বিরুদ্ধে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীলাঞ্জনা সরকার শান্তনা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গৌরীপুর পৌরসভার কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকার ০৭ শতাংশ জমি তাঁর মা জোৎস্না রানী সরকার ১৯৯৭ সালে বৈধ দলিলমূলে ক্রয় করে নিজ নামে পৃথক জমাখারিজ খতিয়ান খুলে ভোগ দখল করে আসছিলেন। মায়ের মৃত্যুর পর হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী জমিটির একমাত্র মালিক হিসেবে নীলাঞ্জনা সরকার নিজ নামে জমাখারিজ করে নিয়মিত খাজনা ও পৌরকর পরিশোধ করে ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মোছাঃ জাহানারা বেগম গংকে ও ভয়ভীতি দেখিয়ে ওই জমি বেদখলের পাঁয়তারা চালাচ্ছেন।

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

বিষয়টি নিয়ে তিনি ২০২১ সালে গৌরীপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালত ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। লিখিত বক্তব্যে নীলাঞ্জনা আরও জানান, পিতার চিকিৎসা ও নিজের পড়াশোনার খরচ চালাতে বাধ্য হয়ে তিনি সংশ্লিষ্ট জমি গৌরীপুরের “৯১ বন্ধু সমিতি”র নিকট বিক্রি করেন। কিন্তু ২১ সেপ্টেম্বর জমি মাপতে গেলে বিবাদীরা এসে বাধা দেয়। এমনকি পরে ওই জমিতে স্থাপিত মালিকানা সংক্রান্ত সাইনবোর্ড রাতের আঁধারে খুলে নিয়ে যায়।

তিনি বলেন, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, বাবা অসুস্থ। প্রভাবশালী বিবাদীগণের হুমকির কারণে আমরা ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি।

নীলাঞ্জনা সরকার শান্তনা আরও জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, সেনা ক্যাম্প ইনচার্জ ও গৌরীপুর পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন।
তিনি প্রশাসনের প্রতি আবেদন জানান, আমাদের সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আমার বৈধ জমি দখলের অপচেষ্টা রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

অভিযোগের ব্যাপারে বিবাদী পক্ষ বলেন, বিষয়টি কয়েকদিন আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে। মাপামাপি করে নিজ নিজ জায়গা উভয় পক্ষ বুঝে নিবে, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আলোচনায় অভিযোগকারীর পরিবার, ৯১ বন্ধু সমিতির লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হঠাৎ কেন তাঁরা অভিযোগ দিলেন ও সংবাদ সম্মেলন করলেন, বিষয়টি আমাদের বোধগম্য নয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম বলেন, অভিযোগ সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT