চট্টগ্রামে সিইসি তিনদিনের সফরে আসছেন ১০ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালা এবং চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিতে তিনদিনের সফরে আগামী ১০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আগামী জাতীয় নির্বাচনকে রেখে প্রধান নির্বাচন কমিশনারের চট্টগ্রাম সফরকে সফল করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধান নির্বাচন কমিশনারের চট্টগ্রাম সফরসূচি উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম গত ৫ অক্টোবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে বিকাল ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হবেন এবং রাত্রীযাপন করবেন। পরদিন ১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরুপন ও উত্তরণের উপায়’ র্শীষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

১২ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সকাল বিভাগের সকল শীর্ষ কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ওইদিন বিকাল ৪টা ৫৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম শাহআমানত বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT