মোঃ সিরাজুল মনির:
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কৃষি প্রকৌশল ইউনিটের আয়োজনে ‘Research Progress 2024-2025 & Program 2025-2026 on Farm Machinery and Postharvest Technology of NARS Institutes’ শীর্ষক গবেষণা পর্যালোচনা কর্মশালা অদ্য ৮ অক্টোবর ২০২৫ বুধবার বিএআরসি’র সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হচ্ছে। সকালে বিএআরস’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
বিএআরস’র সদস্য পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ড. মোঃ বক্তীয়ার হোসেন এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরস’র কৃষি প্রকৌশল ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল ফাত্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরস’র কৃষি প্রকৌশল ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশরাফুল আলম।
কর্মশালায় বিভিন্ন নার্সভুক্ত প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৬টি প্রতিষ্ঠানের ৭০ জন সাবেক ও বর্তমান বিজ্ঞানী, কর্মকর্তা অংশগ্রহণ করছেন। গবেষণা পর্যালোচনা কর্মশালার কারিগরি প্রথম সেশনে ৫টি এবং দ্বিতীয় সেশনে ৪টি নার্সভুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা অগ্রগতি ও ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা পরিকল্পনা উপস্থাপনা করা হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত













