মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ রৌমারী বিওপির সীমান্ত পিলার ১০৬৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার ১৩ অক্টোবর উপজেলার ব্যাপারী পাড়া নামক স্থান থেকে ভারতীয় ইয়াবা-১০২ পিস এবং বাটন মোবাইল ০২টিসহ ০২ জন আসামী মনোয়ারুল ইসলাম (২৭), পিতা মৃত-তসলিম উদ্দিন ও মোঃ নুর আলম (৩৯), পিতা মৃত-আঃ রহমান (নয়ামিয়া) উভয়ের গ্রাম- হাজী পাড়া, পোষ্ট থানা হাট, থানা- চিলমারী, জেলাঃ কুড়িগ্রাম তাদের আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীদ্বয়কে রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
গত ১২ অক্টোবর রবিবার রাতে বড়াইবাড়ী বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৬৮/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৮ বোতল সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট ২০০ পিস, ডেক্সট্রা মেথাসন ট্যাবলেট ৩০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ ও ঔষধ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সোমবার ১৩ অক্টোবর রাত ০৩:৪০ মিনিটে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাথরেরচর নামক স্থান হতে ভারতীয় মদ-০৬ বোতল এবং আমিলাওকিন্ড ট্যাবলেট ১২০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ এবং ঔষধ দে�













