ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচীর হাতে কলমে প্রশিক্ষণ পেলেন সিএমপির তিন শতাধিক মহিলা পুলিশ সদস্য

অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে  শনিবার ২৫ অক্টোবর  সকাল ১০:০০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেভে মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সভা এবং বাস্তব প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার  নিষ্কৃতি চাকমা। চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসকদল এর প্রধান ডাঃ সায়রা বানু শিউলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর ও সিএসসিআর হাসপাতাল এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে নিষ্কৃতি চাকমা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এই আয়োজনে উপস্থিত সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্য সু-রক্ষায় আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন- সঠিক সময়ে রোগ নিরুপণ করা গেলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পাবে।
মহিলা পুলিশ সদস্যদের নিয়ে আজকের অনুষ্ঠানে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি চিকিৎসকদল উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শনীসহ হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

 

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

উদ্যোক্তাদের পক্ষ হতে জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল ৩টা থেকে ৬টা সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং এবং কনসালটেশন কার্যক্রম চলছে। এখানে উল্লেখ্য যে, অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT