আশুলিয়া হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়েত ইসলামির সাভার আশুলিয়া ঢাকা ১৯ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা মোঃ আফজাল হোসেন নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় করার জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। এবং নির্বাচিত হলে আশুলিয়া সাভার শ্রমিক বান্ধব এলাকা শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। দেশপ্রেম, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন- “আদর্শ ও সুশাসনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। তিনি বলেন, “ঢাকা-১৯ আসনের বিভিন্ন স্থানে মহিলাদের প্রতি অশোভন আচরণ ও নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, বিশেষ একটি দল কর্তৃক বাকস্বাধীনতা আজ কঠোরভাবে সীমিত করার চেষ্টা করা হচ্ছে। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি তুলে ধরেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

আজ শুক্রবার, ৩১ অক্টোবর বিকালে আশুলিয়া হাই স্কুল মাঠে আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়েত ইসলামির জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, আশুলিয়া ইউনিয়ন আমীর মুফতি মোঃ মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আইন সম্পাদক ও ঢাকা-১৯ আসনের পরিচালক এডভোকেট শহিদুল ইসলাম, জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা তা’লীমুল কোরআন সেক্রেটারি ও আশুলিয়া থানার সাবেক আমীর হাফেজ মাওলানা ওমর ফারুক, জেলা সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, আশুলিয়া থানা আমীর ও জামায়াত মনোনীত ধামসোনা চেয়ারম্যান প্রার্থী মোঃ বশির আহমেদ, ঢাকা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অসংখ্য জনতা উপস্থিত থেকে জনসভাকে প্রাণবন্ত করে তোলেন।













