আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত এবং বুধবার (৮ অক্টোবর) সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড, কুরগাঁও, গোকুলনগর ও পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেনÑ পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়া গ্রামের মো. সজিব (২০), রংপুরের কোতোয়ালি থানার পৌর বাজারের মো. সিয়াম (২১), টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের মো. রনি মিয়া (২৪), একই এলাকার মো. মুন্না বাদল (২২), আশুলিয়া থানার পানধোয়া নামাপাড়া এলাকার আব্দুল্লাহ শিমুল (২০), গোপালগঞ্জের মুকসুদপুর থানার বড় বাট্টা পশ্চিমপাড়ার মো. মাওলা মোল্লা (৪১), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার কুরমা চা-বাগান এলাকার মো. রিপন বাউরী (২০) ও নড়াইলের নড়াগাতি থানার ইসলামপুর পশ্চিমপাড়ার মো. মোস্তাকিন শেখ (২০)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গত মঙ্গলবার রাতে নবীনগর বাসস্ট্যান্ড থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সকালে কুরগাঁও, গোকুলনগর ও পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় ছিনতাইকারীকে আটক করা হয়।
আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।













