চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ২৪ দিন আগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের আগেই সেই আদেশ বাতিল করেছে সরকার। নতুন আদেশে গতকাল ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে আরও চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ও উল্লেখ করা হয়েছে।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপ–সচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ–সচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক করা হয়েছে।

রাজিবপুরে বিএনপি সহ বিভিন্ন দলের ৬০জন নেতাকর্মী জামায়াতে যোগদান

এর আগে গত ২১ সেপ্টেম্বর জারি করা এক আদেশে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু ২৪ দিন পেরোতেই সেই আদেশ প্রত্যাহার করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রশাসনিক বিবেচনায় চট্টগ্রাম জেলার দায়িত্ব পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামের সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের আগে ফেনীতে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি মাঠ প্রশাসনে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্যদিকে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল আপাতত তার বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে

পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডারে শুরুতেই অনিয়ম, পিপিআর লঙ্ঘন

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT