যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এ তথ্য জানান।

এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে বিবেচনা করা হচ্ছে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।  হেগসেথ জানিয়েছেন, চুক্তিটি দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করবে। দুই দেশের সামরিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দেবে। এ চুক্তির ফলে দিল্লির সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও ইঙ্গিত দিয়েছেন পিট হেগসেথ। তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে সামরিক সম্পর্ক ‘কখনও এতো শক্তিশালী ছিল না’। এই পদক্ষেপ স্পষ্ট করেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কৌশলগত সহযোগিতায় প্রভাব ফেলেনি।

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এ প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে…, আমি নিশ্চিত যে আপনার (হেগসেথ) নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে।’ বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীনকে কেন্দ্র করে কৌশলগত উত্তেজনা বেড়েছে। সেই প্রেক্ষাপটে এ চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। যা দুই দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সমঝোতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ইকোনমিকস টাইমসরয়টার্স

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT