সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সহ সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মাহুয়া (৬) নামের এক প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৭৩ নং উত্তর-পশ্চিম গছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহুয়া ওই এলাকার লুৎফর মুন্সির মেয়ে ও ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। স্কুল ছুটির পর দোকান থেকে খাবার কিনতে যাওয়ার সময় দ্রুতগতির অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

এদিকে একই দিন দুপুরের সময় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল গ্রামের বাসিন্দা আবুল বশার (৪০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। আর দুই গৃহবধূ সাপের কামড়ে আহত হয়েছে। আবুল বশার ওই গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে।

আর ওই দুই গৃহবধূ উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২) এবং গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগম (৫০)। এদের মধ্যে লাইলীর অবস্থা অবনতী হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ছোট চরকাজল গ্রামের কৃষক বশার গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে সাপে কামড় দেয়। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা স্থানীয় কবিরাজ এনে ঝাড়ফুক দিলেও বশারের কোন উন্নতি না হয়ে উলোটা অবস্থার অবনতি হয়। এসময় মুমূর্ষু অবস্থায় বশারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT