কোটালীপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১ হাজার ৬৪০ জন প্রান্তিক কৃষকের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। গম, সরিষা, পেঁয়াজ, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মুসুর ও খেসারীর বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এবং কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সহায়তা কৃষকদের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।













