বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল উত্তর জেলা শাখার কমিটি গঠন এবং তার অনুমোদন দেয়া হয়েছে। আজ ৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোঃ সিরাজুল মনির এবং সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু এর যৌথ স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে হাসিবুর রহমান আক্তারকে সভাপতি এবং আবিদ হোসেন সোহাগকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে বরিশাল উত্তর জেলা শাখার কমিটি অনুমোদন করায় জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল জেলা শাখার সকল সাংগঠনিক কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নবনির্বাচিত বরিশাল উত্তর জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।
বরিশাল উত্তর জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত হয়ে সভাপতি সম্পাদক বলেন আগামীতে জাতীয়তাবাদী সকল সৈনিকদের নিয়ে জাতীয়তাবাদী গণজাগরণ দলকে আরও শক্তিশালী সংগঠনের রূপান্তরিত করা হবে। এ সময় নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বরিশাল উত্তর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।













