নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপির রাজনীতির সমীকরণ বদলে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনার মাধ্যমে একজন সংগ্রামী নেতার সফল নেতৃত্বের পরিচয় দিলেন নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, জননন্দিত নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন।
তিনি যে একজন দক্ষ,দায়িত্বশীল ও অকুতোভয় বীর সৈনিক, এটাই প্রমাণ করে দিলেন নড়াইল তথা কালিয়া বিএনপির নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকে।তাঁর এই অগ্রগামী ভূমিকা ও কৃতিত্ব নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন বিএম নাগিব হোসেন হচ্ছে আমাদের বিএনপির নেতাকর্মীর সকল বিপদ-আপদের ঢাল এবং শক্তি।এই সংগ্রামী নেতা আছেন বলেই আজ আমরা বিএনপির মিছিল, মিটিং,পথসভা ও জনসভা করতে পারছি।তিনি সার্বক্ষণিক আমাদের শক্তি, সাহস,বুদ্ধি ও আর্ধিক সহযোগিতা করে বিএনপির সকল কর্মকান্ড চালিয়ে যাওয়ার উৎস ও অনুপ্রেরণা দিয়ে আমাদের পাশে থাকছেন।এমন এক সাহসী বীরসৈনিক ও অকুতোভয় যোদ্ধা, বিএম নাগিব হোসেন এর মতো নেতা যদি আমাদের পাশে থাকে,তাহলে আমাদের ভয় কিসের?
উদাহরণ স্বরূপ:কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সহ অনেক নেতাকর্মীর নামে একটি কুচক্রী মহল চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করেছে তা সত্যি হলেও বিষয়টি খুবই দুঃখ জনক।অধ্যাপক বিএম নাগিব হোসেন আছেন বলেই আজ আমরা জামিন পেয়েছি এবং সত্যের জয় হয়েছে।
এদিকে নড়াইল কোর্ট থেকে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সহ সকলে জামিন পাওয়ার পর কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী ও নড়াইল বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।সেই ছবির আনন্দময় দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে।যার ফলশ্রুতিতে নড়াইল -১আসনের মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন এর প্রতি নড়াইল তথা কালিয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশ্বাস এবং ভালবাসা দ্বিগুণ বেড়ে যায়।
এমন সংকটময় বিপদে যে নেতাকে আমরা পাশে পেয়েছি, তিনি হচ্ছেন প্রখ্যাত শ্রমিক নেতা ও জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার বিএম বাকির হোসেন এর ছোট ভাই নড়াইল-১আসনের
মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক বিএম নাগিব হোসেন।
শুধু তাই নয়,তিনি যে ফ্যাসিবাদের ১৫বছর ও ২৪ এর গণ-অভ্যুত্থানের তথ্য উপাত্তের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের ইতিহাসের বইয়ের মোড়ক উন্মোচন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যে আস্থা ও ভালবাসার মাধ্যমে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন তা সত্যি নড়াইল বাসীর জন্য বিরল ইতিহাস।সে কারনে আজ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বেশি প্রাধান্য পাচ্ছেন।













