প্রবাসীদের ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ নভেম্বরের মধ্যে উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য নির্মিত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ চলতি অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, ‘প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অ্যাপটির উন্নয়নকাজ শেষ পর্যায়ে রয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তবে টেকনিক্যাল কাজ আগে শেষ হলে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করা হবে।

ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি জানান, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এই কার্যক্রম চালু হয়েছে। শিগগিরই মায়ামি ও লস এঞ্জেলেসেও এটি চালু হবে। আগামীতে আরও কয়েকটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, আসন্ন নির্বাচনের আগে কতজন প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে, সেটি একটি চ্যালেঞ্জ। কারণ, প্রতিটি দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কারিগরি দল পাঠিয়ে সিস্টেম স্থাপন ও স্থানীয় দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হয়।

ইসি সচিব আরও জানান, ভোটার নিবন্ধনের শেষ তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করা হবে। শিগগিরই কারিগরি দল পাঠানো হবে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও জর্ডানে। এছাড়া বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স ও স্পেনের সম্মতি পাওয়া গেছে, ফলে কার্যক্রম চালু হবে মোট ১৯টি দেশে।

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক

পর্যবেক্ষক নিবন্ধন বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমরা যাচাই করেছি সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঠিকানা ও সাংগঠনিক কাঠামো আছে কিনা। প্রাথমিক যাচাইয়ের পরেও প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রৌমারীতে বয়েজ উদ্দিন অটোগ্যাস ফিলিং স্টেশন সিলগালা

রৌমারী মহিলা কলেজ রোড বয়েজ উদ্দিন অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে সিলগালা করা হয়। গতকাল রবিবার দুপুর ২ টায় মহিলা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT