মানিকগঞ্জের সিংগাইরে আঠালিয়া গ্রামে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার মূল ২ ঘাতক আদালতে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। আদালতে আত্মসমর্পণ করা মূল দুই আসামি হচ্ছে ঐ গ্রামের মিনা বেপারীর পুত্র মো.সেন্টু ওরফে স্বাধীন (৩০) ও মো. জাহাঙ্গীর (২২)। এদের সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ দুই আসামীকে গ্রেফতার দেখিয়েছে।
এর আগে পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন, মৃত.এলাজ বেপারীর ছেলে বাচ্চু মিয়া,বাচ্চুর স্ত্রী হাসেদা আক্তার,মেয়ে পাখি আক্তার ও মিনার স্ত্রী হোসনে আরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএমও তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মসমর্পণ করা দুই আসামীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে













