কুড়িগ্রাম রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
পরে উপজেলা ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা, বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি, রাজু আহমেদ যুগ্ন আহবায়ক উপজেলা বি এনপি , মনজুরুল ইসলাম মঞ্জু যুগ্ন আহ্বায়ক রৌমারী উপজেলা , অধ্যাপক সাজ্জাদুল ইসলাম সুজন সিনিয়র যুগ্ন আহ্বায়ক যুবদল রৌমারী উপজেলা, সঞ্চালনায় ছিলেন , মশিউর রহমান পলাশ সদস্য সচিব যুবদল রৌমারী উপজেলা শাখা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন ও সদস্য সচিব রবিউল ইসলাম রানা, জিয়াউর রহমান জিয়া আহ্বায়ক যাদুর চর ইউনিয়ন শাখা, লাল মিয়া লেবু সদস্য সচিব যাদুর চর ইউনিয়ন শাখা সহ ছয়টি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব,উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পি আকতার, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল আলম রানা প্রমূখ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের যুবদলের সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।













