কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায় কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর-২৫) বেলা ১১টার দিকে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এইচএম বাদল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক হোসাইন আমির।

রাজিবপুরে বিএনপি সহ বিভিন্ন দলের ৬০জন নেতাকর্মী জামায়াতে যোগদান

স্বাগত বক্তব্য রাখেন- বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন- বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম. এম. রাজ্জাক পিন্টু, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ, মঠবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, বরগুনা জেলা শাখার মোঃ শাওন মিয়াজী, কার্যনির্বাহী সদস্য এবং বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি এম জাফরান হারুন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখতে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও জানান- সংবাদকর্মীদের অধিকার ও কল্যাণের স্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল কয়েকজন সাংবাদিকের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক অংশগ্রহণ করেন।

পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডারে শুরুতেই অনিয়ম, পিপিআর লঙ্ঘন

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT