সর্বশেষ

বন্দর কলাগাছিয়া ইউনিয়নে এমপি প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানী শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আর এই চব্বিশে এই এক স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। আর ২০২৬ সালে আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই বাংলাদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে, ধর্মহীন রাজনীতির কারণে মানুষ বঞ্চিত, শোষিত। এত রক্ত দেওয়ার পরেও মানুষের মুক্তি আসে নাই।

সিরাজুল মামুন বলেন, আমরা বিশ্বাস করি, সৎ এবং ধার্মিক নেতৃত্বের মাধ্যমেই বাংলার মানুষের মুক্তি আসবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আরো যারা ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সবার সাথে মিল করে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে এবার ২০২৬ সালে একটা লড়াই হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন- আমরা খেলাফত মজলিসের পক্ষে শুধু দেওয়াল ঘড়ি মার্কার ভোট চাইতে আসি নাই, আমরা এসেছি ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়বিচারের বাণীকে ঘরে ঘরে পৌঁছে দিতে। নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিকদের পক্ষে ঐক্যবদ্ধভাবে দেওয়াল ঘড়ি, দাঁড়িপাল্লা, হাতপাখা যেই প্রতীকই আসুক তাঁকেই আপনারা সমর্থন দিয়ে বিজয় করবেন ইনশাআল্লাহ।

র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বন্দর কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ চলাকালে বন্দর মদনগঞ্জে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

৭ নভেম্বর-২০২৫, শুক্রবার বিকালে বন্দর কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর মসজিদে কুবা থেকে শুরু করে ঘাড়মোড়া, মদনগঞ্জ, ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগকালে এমপি প্রার্থী সিরাজুল মামুনের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জার্মান শাখা সভাপতি আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সহ-সভাপতি জাহিদ হাসান, শাহিদুজ্জামান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপু, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি ও স্থানীয় নেতৃবৃন্দ।

দোহারে আধুনিক ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত ‘পারাডাইম ইন্টার ন্যাশনাল স্কুল’

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT