রৌমারী উপজেলার খেওয়ার চর রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ

কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের বকবান্দা ,নামা পাড়া, খেওয়ার চর,আলগার চর রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ রাস্তার উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলার যাদুর চর ইউনিয়নের লালকুড়া ঘাট হতে খেওয়ার চর রাবার ব্রিজ হয়ে খেওয়ার চর সীমান্ত ঘেঁষা বাজার, খেওয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি নেই বলতে চলে। খেওয়ার চর বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন যাত্রীরা।

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। বক বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তসলিম উদ্দিন সহকারি শিক্ষক জানান, আমাদের এই সীমান্ত ঘেঁষা বকবান্দা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ,এলাকায় বর্তমানে রাস্তার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় জিয়াউর রহমান জিয়া , আব্দুর রহমান প্রধান শিক্ষক, আলহাজ্ব মতিউর রহমান সাবেক মাস্টার , শাকিল আহমেদ শাকিল খেওয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক , সোহেল ডাক্তার , কীটনাশক ব্যবসায়ী তারিকুল ইসলাম তমিজ, ডাক্তার কাজীউল ইসলাম কাজী, মনোহারী ব্যবসায়ী ও ইজারাদার সবুজ মিয়া ,ডাক্তার কামাল মধু ,ও কীটনাশক ব্যবসায়ী সেলিম মিয়া জানান,রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন ,রাস্তাটি চলাচলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। সেই সঙ্গে রাস্তাটি সংস্কারে চেরম্যানের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলো নিয়ে অনেক সাংবাদিক দের মাধ্যমে মানববন্ধনে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছি, উপজেলায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রাস্তাটি তুলে ধরেছি দ্রুত এই রাস্তা সংস্কার হবে বলে আশ্বাস দিয়েছেন।

রৌমারীতে বয়েজ উদ্দিন অটোগ্যাস ফিলিং স্টেশন সিলগালা

রৌমারী মহিলা কলেজ রোড বয়েজ উদ্দিন অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে সিলগালা করা হয়। গতকাল রবিবার দুপুর ২ টায় মহিলা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT