কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের বকবান্দা ,নামা পাড়া, খেওয়ার চর,আলগার চর রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ রাস্তার উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলার যাদুর চর ইউনিয়নের লালকুড়া ঘাট হতে খেওয়ার চর রাবার ব্রিজ হয়ে খেওয়ার চর সীমান্ত ঘেঁষা বাজার, খেওয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি নেই বলতে চলে। খেওয়ার চর বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। বক বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তসলিম উদ্দিন সহকারি শিক্ষক জানান, আমাদের এই সীমান্ত ঘেঁষা বকবান্দা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ,এলাকায় বর্তমানে রাস্তার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় জিয়াউর রহমান জিয়া , আব্দুর রহমান প্রধান শিক্ষক, আলহাজ্ব মতিউর রহমান সাবেক মাস্টার , শাকিল আহমেদ শাকিল খেওয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক , সোহেল ডাক্তার , কীটনাশক ব্যবসায়ী তারিকুল ইসলাম তমিজ, ডাক্তার কাজীউল ইসলাম কাজী, মনোহারী ব্যবসায়ী ও ইজারাদার সবুজ মিয়া ,ডাক্তার কামাল মধু ,ও কীটনাশক ব্যবসায়ী সেলিম মিয়া জানান,রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন ,রাস্তাটি চলাচলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। সেই সঙ্গে রাস্তাটি সংস্কারে চেরম্যানের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলো নিয়ে অনেক সাংবাদিক দের মাধ্যমে মানববন্ধনে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছি, উপজেলায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রাস্তাটি তুলে ধরেছি দ্রুত এই রাস্তা সংস্কার হবে বলে আশ্বাস দিয়েছেন।













