কুড়িগ্রাম রৌমারী উপজেলার খেওয়ার চর গ্রামের মৃত্যু আশরাফুল ইসলাম ও মাতা কমেলা বেগমের ছেলে প্রবাসী শিপন মিয়া ,বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপনে ও সামাজিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক উপকরণ হিসেবে ১টি হুইল চেয়ার খেওয়ার চর গ্রামের আব্দুস সালামের মেয়ে (২০) প্রতিবন্ধী রেবেকা বেগমকে বিতরণ করেছেন।
আজ সোমবার ৩ নভেম্বর সকাল ১০ ঘটিকায় খেওয়ার চর গ্রামের অসহায় প্রতিবন্ধী নারীর
মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। খেওয়ার চর গ্রামের আবু তালেব ও জুয়েল রানা বিতরনকালে বলেন, প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদের উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগিতা প্রয়োজন। এই সহায়ক উপকরণ সামগ্রী তাদের স্বাভাবিক চলাচল, আত্মমর্যাদা ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকাবাসীর নুরুজ্জামান, আলহাজ্ব ফরিজল হক আবু তালেব সাবেক সভাপতি বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় , জাহিদুল ইসলাম জাহিদ,আকতার হোসেন সাংবাদিক জুয়েল রানা , আব্দুর রহিম বাদশা, আব্দুল হাকিম, ফরিদুল ইসলাম, পরবর্তীতে হুইল চেয়ার পাওয়া গেলে আবারো বিতরণ করা হবে। তাছাড়া উপজেলা সমাজসেবা অফিস থেকে তাহার জন্য আর্থিক সহায়তা ও দেখভাল করার জন্যএটি একটি চলমান প্রক্রিয়া।













