কাশিমপুরে কৃষকলীগের বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপন এবং শীতবস্ত্র বিতরন

মোঃ রিপন মিয়া : 
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপিত হয়েছে। শনিবার (১৮ই ডিসেম্বর) বিকেলে কাশিমপুর থানা কৃষকলীগের আয়োজনে স্থানীয় বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র।  কাশিমপুর থানা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমানের সভাপত্বিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাংসদ উম্মে কুলসুম স্মৃতি। শুরুতে কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করা হয়। কোনআন তেলাওয়াত করেন, কাশিমপুর থানা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সমির চন্দ্র বলেন, বাংলাদেশে একটি চক্র ধর্মের নামে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নিয়ে রাজনীতি শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন মুসলিম প্রধান দেশে ও সে দেশের মহান ব্যাক্তিদের ভাষ্কর্য রয়েছে। তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখনই উন্নয়ন বাধাগ্রস্থ করতে এদেশের কিছু বিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাংসদ রুমানা আলী টুসি, সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম মন্ডল, বাংলাদেশ কৃষকলীগ ঢাকা বিভাগের সমন্বয়ক আবুল হোসেন, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির মন্ডল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম আসকর, নির্বাহী সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা, গিয়াস উদ্দিন মোল্লা, খোরশেদ আলম রানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা যুব মহিলালীগ সভাপতি ডাঃ সালমা সাদিয়া, কাশিমপুর মহিলালীগের আহবায়ক রাশিদা পাঠান, ৪নং ওর্য়াড কৃষকলীগ নেতা মজিবুর রহমান, ৬নং ওয়ার্ড কৃষকলীগ নেতা সাইদুল ইসলাম শাহিন প্রমুখ।অনুষ্ঠান শেষে অসহায় জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।।

বৃষ্টির জন্য সাভারে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x