
তাহসানুল হক শাহাজামালঃ
আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরিফুল হোসেন(৫৫) নামে এক কসাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) সকালে সোয়া ৯ টার দিকে এদূর্ঘটনা ঘটে। নিহত শরিফুল হোসেন (৫৫) আলমডাঙ্গা পৌর এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাজারে কসাইয়ের কাজ করতেন। রেললাইনে অন্যমনস্ক ভাবে বসে থাকায়,ট্রেন এসে তাকে ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে (পকোটের) নিকট রেললাইনের উপর বসেছিলেন শরিফুল হোসেন। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রেনের একটি খালি ইঞ্জিন শরিফুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছে শরিফুল হোসেনের মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।