
চৌহালী সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই গ্রামে বানের পানিতে ডুবে আবু তালহা নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পশ্চিম চরবিনানুই গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা চরবিনানুই পশ্চিমপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, বুধবার দুপুরে বাড়ির পাশে বানের পানিতে দাদা মোক্তার হোসেনের সাথে গোসল করতে গিয়ে ডুবে যায় ৷ পরে অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পাশের নালা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ৷
মৃতের চাচাতো ভাই আব্দুল কাদের জানান, দুপুরে দাদার সাথে বাড়ির পাশে গোসল করতে গিয়ে ডুবে যায় ৷ অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পাশের নালা থেকে উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন ৷ আবু তালহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে