
তাহসানুর রহমান শাহ জামালঃ
জীবননগর উপজেলা মনোহরপুর ইউনিয়নের কেরু এন্ড কোম্পানি ইক্ষু ক্রয় কেন্দ্র বাসস্ট্যান্ড সংলগ্ন হঠাৎ অগ্নিকান্ডের সৃষ্টি। আজ সোমবার (১৯এপ্রিল) দুপুর ২টার দিকে উচ্চ তাপমাত্রায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ২টার দিকে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে। আশেপাশের কেউ বলতে পারে না,যে আগুন কিভাবে জ্বলে উঠলো।
এটা শত্রুতামূলক বা সিগারেট আগুন থেকে সৃষ্টি কোন চিহ্ন পাওয়া যায়নি। অনুমান করা যায় যে উচ্চ তাপমাত্রার ফলে এই আগুনের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,কেরু অ্যান্ড কোম্পানির ইক্ষু ক্রয় কেন্দ্রের পাশে নার্সারি কর্মরত এক ব্যক্তি এই ঘটনা দেখে অতি দূরত্ব জীবননগর ফায়ার সার্ভিস টিমকে জানালে। ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হন। কোন হতাহতের ঘটনা না ঘটলেও আশেপাশের অনেক কিছু পুড়ে যায়।
ফায়ার সার্ভিস টিমটি এলাকাবাসীকে ধন্যবাদ জানান দূরত্ব ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে তাদের কে জানানোর জন্য। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো।