
তাহসানুর রহমান শাহজান: (জীবননগর) প্রতিনিধিঃ
জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি এলাকায় কোমরপাড়া মাঠে তানজিরা(২৫)এক গৃহবধূর ধারওয়ালা অস্ত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে জীবননগর থানার পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার সময় কোমরপাড়া মাঠের আখ ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, তানজিরা জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মেহেরপাড়ার আব্দুস সালামের স্ত্রী ।
গত কয়েক মাস আগে থেকে আকন্দবাড়ী আবাসনে ৫ নম্বর ব্যারাকে ৫ নম্বর কক্ষটিতে থাকেন। গত দুইদিন আগে আব্দুস সালামের সাথে তানজিরা মাঠে জ্বালানি কাঠের জন্য বের হয়। আর ফেরেনি তানজিরা।
জানিয়েছেন এলাকাবাসী ।কয়েকজন কৃষক মাঠে ঘাস কাটতে গেলে তানজিরা খাতুনের লাশ আখ ক্ষতের মধ্যে গলা ওমাথা অস্ত্রের আঘাতে জর্জরিত লাশ দেখতেই এলাকাবাসীকে খবর দেয়।
ঘটনাটি জানা জানি হলে খুনী স্বামী পালিয়ে যায়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য পাঠায় । এটি একটি পরিকিল্পত খুন বলে জানিয়েছেন জীবননগর থানার পুলিশ।