
মোঃ আবু জাফর সিকদার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে একটি মিথ্যা মামলায় ফরামায়েশী রায়ে সাজা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান।
আবুল হোসেন খান এক প্রতিবাদ বার্তায় বলেন এই ধরনের ফরমায়েশী রায় প্রদানের মাধ্যমে জনাব তারেক রহমানের মনোবলে চিড় ধরানা যাবে না, তারেক রহমানের মনোবল অনেক দৃঢ়। তিনি আরো বলেন সরকার গনতন্ত পূনরুদ্বার আন্দোলন কে বাধাগ্রস্ত করার জন্য, আদালত কে ব্যবহার করে এই ধরনের ফরমায়েশী রায় প্রদান করেছে।
আবুল হোসেন খান অবিলম্বে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশী রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
এডভোকেট জিন্নাহ রথি, প্রেস সেক্রেটারি, আবুল হোসেন খান (সাবেক এমপি)
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন