
আন্তরজাতীক খ্যাতি সম্পূর্ণ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন সাহেবের পিতার নামে প্রতিষ্ঠিত,ডি.কে.সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের অধক্ষ্য মহাদয়ের এক ভিন্ন কার্যক্রম। মুজিবর্ষে প্রতিশ্রুতি মোতাবেক কলেজের ২০২০-২০২১ সেসনের একাদশ শ্রেনীর ছাত্রীদের মঝে বিনামূল্যে পাঠ্যবই বিতারন করেন।
এসময় অধ্যক্ষ মহাদয় ড.খন্দকার মোহাম্মদ সোহেল ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,তোমাদেরকে নিয়মিত পড়াশুনা ও ভালো ফলাফল করে তোমাদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন সাহেবের স্বপ্ন পূরণ হবে।উক্ত পাঠ্যবই বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যা.উত্তারা অধিকারী, অধ্যা.রেবা বাড়ৈ,অধ্যা.মো: ইকরাম, অধ্যা.মো:হুমায়ূন কবীর,অধ্যা.উমাদাস সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন