
প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এলাকাজুড়ে চলছে অমর একুশে বইমেলা। মহামারী করোনার কারণে অনেকেরই দুশ্চিন্তা ছিল মেলা হবে কিনা তা নিয়ে।
তবে সব আশঙ্কাকে পাশ কাটিয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলার শুরু থেকেই ঢল নেমেছে বইপ্রেমীদের।
অন্যান্য বছর মেলা শুরুর সপ্তাহখানেক পর থেকে জমতে শুরু করে বইমেলা। তবে এবার প্রথম দিন থেকেই বইমেলা অনেকটা জমজমাট। করোনার কারণে দুই সপ্তাহ পিছিয়ে শুরু হয়েছে এবারের মেলা। তবে বইমেলায় আগতদের মানতে হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া প্রবেশ করা যাচ্ছে না মেলায়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মেলার তৃতীয় দিন বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের লেকের পাড় দিয়ে মানুষের ভিড়ের কারণে হাঁটাই মুশকিল হয়ে পড়ে। আজ মেলায় ৪১টি নতুন বই এসেছে।