
মিজানুর রহমান :
গৌরব, ঐতিহ্য , ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের ৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী মানিকগঞ্জের সিংগাইরে পালিত হয়েছে । সোমবার বিকাল ৪ টার দিকে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ছাত্রীগের আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয় ।
শুরুতে বক্তব্য ও পরে কেক কাটার মধ্যদিয়ে এ অনুষ্ঠান পালিত হয় । সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান, আ’লীগ নেতা আজিমপুর দরবার শরিফের গদিনশীন পীর মেয়র প্রার্থী আবু নঈম মুহাম্মদ বাশার ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিপি ফারুক হোসেন মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, পৌর আ’লীগের সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন প্রমূখ ।