অবশেষে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি রাণীশংকৈলে মুক্ত মঞ্চের উদ্বোধন

 অবশেষে ঠাকুরগাঁওযের রাণীশংকৈলে সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি মুক্ত মঞ্চে’র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টায়  পৌরশহরের প্রাণকেন্দ্র রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি ও উদ্বোধন হিসাবে নবনির্মিত মুক্ত মঞ্চে’র উদ্বোধন করেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং ভাইস চেয়ারম্যান সোহেল রানার সার্বিক তত্বাবধানে এটি নির্মিত হয়েছে। গত দুই বছর আগে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও অবশেষে এটি নির্মিত হওয়ায় এলাকাবাসী উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে নবনির্মিত মুক্ত মঞ্চে স্থানীয়

ধুমকেতু একাডেমির পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাসকিনকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

অবশেষে তাসকিনকে দলে নিয়েই এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে তাসকিনকে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x