অভাবের তাড়নায় শিশুসন্তান বিক্রি: মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া ৪৭ দিন বয়সী শিশু সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে টঙ্গী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার থেকে উদ্ধারের পর গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত শিশু হোসেনকে তার মা-বাবার কোলে তুলে দেন। ওই সময় সন্তানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুর মা।

বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ জামান। তিনি বলেন, গত ২৪ জানুয়ারি ওই শিশুর বাবা মাসুম ও মা লিমা অভাবের কারণে মাত্র ৩০ হাজার টাকায় ওই দম্পতির কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে বিক্রিত শিশু হোসেনকে কাশেম-স্বর্ণা দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানায়, বিক্রির পর থেকে সন্তান হারিয়ে মুষড়ে পড়েন মাসুম ও লিমা। এই অবস্থা দেখে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানালে পুলিশ শিশু হোসেনকে উদ্ধারে তৎপর হয়। আজ বৃহস্পতিবার সকালে শিশুটিকে উদ্ধার করে পুলিশ । ওই সময় ফেরত দেওয়া হয় নিঃসন্তান দম্পতির কাছ থেকে নেওয়া ৩০ হাজার টাকা।

শিশুর মা লিমা হনুফা জানান, ‘চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে আমার ৪৭ দিন বয়সী শিশু হোসেনকে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেই। এরপর থেকে আমি ঘুমাতে পারিনি। বুকের মানিককে নেওয়ার জন্য তারা এক লাখ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমার ঋণ ত্রিশ হাজার টাকা হওয়ায় আমরা হোসেনকে ৩০ হাজার টাকাতেই বিক্রির সিদ্ধান্ত নেই। পরে আমাদের অবস্থা দেখে প্রশাসন আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন।

ওই শিশুর বাবা মাসুমকে ১৫ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হয়েছে, জানিয়েছেন হক গ্রুপের সহকারী ব্যবস্থাপক হযরত আলী এহসান।’

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x