আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত শিল্পীরা

যেন নিপুণের জন্যই অপেক্ষা করছিলেন শিল্পী সমিতির বিজয়ী প্রার্থীরা। আজ সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।

এর পরই নির্বাচিত শিল্পীরা একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল বিকেল ৫টায় শপথ গ্রহণ করবেন সবাই। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও সদ্য সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক।

তিনি বলেন, ‘আমরা আপিল বোর্ডের রায়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। আমাদের প্যানেল থেকেই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এখন শিল্পীদের জন্য কাজ করতে সুবিধা হবে।

আমরা সবার অনুমতি নিয়েই আগামীকাল বিকেল ৫টায় শপথ বাক্য পাঠ করতে চাই। আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। ’

শপথ পাঠ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই আমন্ত্রণ জানানো হবে না। সাইমন বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই শপথ বাক্য পাঠের সময় আমরা দেখতে চাই না। তারা অসাধু ব্যক্তি। ’

এবারের বিজয়ীরা হলেন—ইলিয়াস কাঞ্চন [সভাপতি], নিপুণ আক্তার [সাধারণ সম্পাদক], মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল [সহ-সভাপতি], সাইমন সাদিক [সহসাধারণ সম্পাদক], মামনুন ইমন [সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক], জয় চৌধুরী [আন্তর্জাতিক সম্পাদক], শাহনূর [সাংগঠনিক সম্পাদক], আরমান [দপ্তর ও প্রচার সম্পাদক], আজাদ খান [কোষাধ্যক্ষ]।

কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, নাদির খান।

বৃষ্টির জন্য সাভারে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x