আন্দুলবাড়ীয়ায় ভাড়াটিয়ার হামলাওনির্যাতনের শিকার দোকান মালিকরা!

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের ভাড়াটিয়ার হামলায় দোকান মালিক পরিবারের চার সদস্যকে আহত করা হয়েছে। অভিযোগ উঠেছে বাড়ী ঘরের আসবাবপত্র তছনছ ও টাকা পয়সা লুটপাটের। ঘটনাটি বুধবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে।

এঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আন্দুলবাড়ীয়া রাজধানীপাড়ার মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে মোল্যা জালাল উদ্দিনের বাড়ীর সাথে থাকা দোকান ঘর তার আপন মোল্যা আলাউদ্দিন গত আট বছর আগে প্রতি মাসে ৮০০ টাকা চুক্তিতে ভাড়ায় নেয়। এ অবস্থায় গত এক বছর ধরে কোন ভাড়া না দেয়ার উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মোল্যা জালাল উদ্দিন বলেন,ভাড়াটিয়া আলাউদ্দিন আমার আপন ভাই। আমি তাকে বলি তুমি ভাড়াও দিচ্ছো আবার ঘর ছাড়ছো না,এটা হতে পারে না। আমি তাকে বলি আমার ছেলেরা বড় হয়েছে তারা ব্যবসা করবে। তাই দোকান ঘরটি ছেড়ে দেও।

কিন্তু আলাউদ্দিন ও তার দুই ছেলে হালিম ও খালিদ এতদিন পর সম্প্রতি হঠাৎ আমার দোকান ঘর তাদের বলে দাবি করে,তারা ঘর ছাড়বেও না,আবার ভাড়া দিবে না বলে জানায়।

এ অবস্থায় আমাদের মধ্যে বিবাদমান বিষয়টি নিয়ে কয়েক দফায় আন্দুলবাড়ীয়া বাজার কমিটিতে সালিস হয়। তারা ওই সালিসও অমান্য করে। আমি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করি। কিন্তু আমার ভাই ও ভাইপোরা থানায় হাজির হয় না। আমি বাধ্য হয়ে ঘটনার নিস্পত্তির জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করি।

আমরা উভয়পক্ষ বুধবার সকালে ্ইউএনও স্যারের নিকট যাই। কিন্তু বিচার হয় না। উপজেলা থেকে ফিরে গিয়ে আমার ভাই আলাাউদ্দিন ও তার দুই ছেলে হালিম এবং খালিদ দুপুর দুইটার দিকে আমার বাড়ীতে প্রবেশ করে বাড়ী ঘরের মালামাল তছনছ করে প্রায় অর্ধ-লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

তারা আমার ঘরে দশ হাজার টাকা ও আমার মেয়ে লাকী ও স্ত্রী রোকেয়া গলায় থাকা সোনার চেইন ছিড়িয়া নিয়া যায়। তারা আমার স্ত্রী ও ভার্সিটি পড়–য়া কন্যাকে মাটিতে ফেলিয়া বিবস্ত্র করে শীলতাহানি করে। আমি ও আমার ছেলে রাজিব ঘটনা শুনে বাজার থেকে বাড়ী গেলে তারা আমাদের ওপরও হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।

আমার ছেলে রাজিবের বাম হাত ভেঙ্গে দেয়। আমরা লোকজনের সহায়তায় জীবননগর হাসপাতালে চিকিৎসা নিই। আমার ভাই ও ভাইপোরা এখনও হুমকি ধামকী দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন,আলাউদ্দিন ও তার দু’ছেলে যে ঘটনা ঘটিয়েছে তা কোন সভ্য সমাজ আশা করে না। তারা মোল্যা জালাল উদ্দিনের পরিবারের সকল সদস্যদের বেধড়ক পিটিয়ে আহত করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো আজ সাক্ষাত করেছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x