আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-৪

ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে ৬২.৩৭০ গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে মো. কাওছার (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাটামাথা হাসিমপুর এলাকার মো. তারু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৮) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. মেহেদি হাসান (২২)।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল বুধবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬২.৩৭০গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x