ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে গাজীপুরে বাস করা কর্মজীবী মানুষেরা। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেশ কিছু পোশাক কারখানা খুলেছে। যে কারণে এখানে কর্মরতরা গতকালই বাড়ি থেকে কর্মস্থলে ফিরেছেন। সকাল হতেই শ্রমিকদের ফিরতে দেখা গেছে। তবে অধিকাংশ পোশাক কারখানা খুলবে আগামী শনিবার (১৬ জুলাই)।

 

শ্রমিকেরা কর্মস্থলে ফেরায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ থাকলেও মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও যানজট হয়নি।

 

সড়কে যাতায়াতের ভোগান্তি না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।মতিন হোসেন নামে এক যাত্রী বলেন, বাড়িতে যাওয়ার দিনে ১৩ ঘণ্টা সময় লেগেছিল। আজ আসলাম মাত্র আড়াই ঘণ্টায়। ভাড়া একটু বেশি হলেও দ্রুত আসতে পেরে ভালো লাগছে।

 

হুসনা খাতুন নামে এক পোশাক শ্রমিক বলেন, ‘রোববার (১৭ জুলাই) কারখানা খোলা, যানজটের ভয়ে দুই দিন আগেই চলে এসেছি। মনের মধ্যে একটা ভয় কাজ করেছিল।

 

রাস্তা ফাঁকা দেখে শান্তি পেয়েছি। সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ৩০০ টাকা দিয়ে চন্দ্রায় নামলাম। কিন্তু যাওয়ার দিন ৮০০ টাকা নিয়েছিল।’

 

সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন বলেন, কর্মব্যস্ত মানুষ ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে। ফেরার পথে কোনো সমস্যা যেন না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x