একজন মানবতার প্রতীক আশুলিয়া থানার ভাদাইল গ্রামের কৃতি সন্তান ওমর আলী সজীব

মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ

কাল্পনিক নয়,কোন নাটকের গল্প নয় ,বাস্তব জীবন কাহিনীর নমুনা চিত্র ।যদি মানুষকে ভালবাসতে বা মানুষের সেবা করতে বা বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়,তবে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েও সেই চিত্র,বিচিত্রের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়।তারই উৎকৃষ্ট প্রমাণ করে জনমনে আখ্যায়িত হয়েছেন ওমর আলী সজীব।

তিনি মহামারী করোনা ভাইরাস এর সময় মানুষকে যে ভাবে খাদ্য,বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন, তার চিত্র-বিচিত্র বৈচিত্র্যময় কাজগুলি জনমনে চিরস্মরণীয় হয়ে থাকবে।শুধু তাই নয়,প্রত্যেকটা ঈদে গরীব,অসহায়,দিন মজুরি মানুষকে বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী উপহার হিসেবে সহযোগিতা করে চলেছেন সে কেউ নয়, বর্তমান ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওমর আলী সজীব।

তিনি ইতিপূর্বে ধামসোনা ইউনিয়নের সুবুন্ধি,মাইজাইল,কন্ডা সহ অনেক এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। কোন শিল্প পতি বা কোটিপতিকে দেখা যায়নি ২০১৯ সালে উত্তর বঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে।

কে এই ওমর আলী সজীব?কেন তিনি বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ালেন?কারণ তিনি মানবতার সেবক ও গরীবের বন্ধু।তাই তিনি একঝাঁক তরুণ যুবক নিয়ে উত্তর বঙ্গের গাইবান্ধা ও রংপুর জেলায় বন্যায় কবলিত গরীব,দুঃখি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিয়ে জনমনে অনেক সুনাম কুড়িয়েছেন।

আজ তার কাজের প্রতিদান হিসেবে মানুষের কাছে মাইল ফলকের এক প্রিয় নাম ওমর আলী সজীব।যে কারণে ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনগণ তাকে আগামী দিনের মেম্বার প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। এই কৃতজ্ঞের কথা হয়তো সব মানুষ সারাজীবন মনে রাখবে।

তিনি মানব সেবায় এত উৎসাহী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যে কারণে তিনি বারংবার সঙ্গীত ও সমাজ সেবায় পদক পেয়েছেন ।যদিও তিনি আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য তার বর্তমান এবং অতীতের দিনগুলো মানুষের কাছে খুবই জনপ্রিয় ।

এটাই বর্তমান প্রমান করে দেয় ,কোন জ্যামিতির নকশা বা ত্রিভূজ হিসেবে নয়, বাংলাদেশের মানচিত্র হিসেবে ।তাই একজন ক্ষুদ্র সংবাদ কর্মী হিসেবে কি বা লিখতে পারি ।তাই কবির ভাষায় কবিতা লিখতে হয়—

                  হে -মানবতার  প্রতীক

আমি অন্যায়কারী নই,
আমি মানবতার প্রতীক,
আমি ধ্বংস কারী নই, আমি তৈরীর কারিগর ।
আমি হিমালয়ের পাহাড় নই,আমি ক্ষুদ্র বালুকণা,
আমি কারো বিপদগামী নই,আমি বিপদের সঙ্গী।
আমি কোন হিংস্র মানুষ নই,আমি মানুষের কল্যাণে,আমি হিটলার নই,আমি একজন দেশপ্রেমিক।
আমি মীর জাফর নই,আমি মানুষের আত্মবিশ্বাসী।
আমি বিশ্বাস ঘাতক নই,আমি সংগ্রামী।
আমি দেশের ষড়যন্ত্রকারী নই,আমি দেশ প্রেমিক নাগরিক।
আমি সেই ৭১সালের ঘাতক নই,আমি একজন আদর্শ পিতার সন্তান।
আমি পরাধীন নই,
আমি স্বাধীন।
আমি দুর্নীতিবাজ নই, আমি দুর্নীতি মুক্ত সমাজ গড়ি,
আমি সুদখোর,ঘুষখোর নই,
আমি এর ঘোর বিরোধী।
আমি কোন নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই,
মানুষকে ভালবাসাই আমার রাজনীতি।
আমি কোন বড় নেতা নই,আমি দলের একজন সংগ্রামী সৈনিক।
আমি অহংকারী নই,
আমি নিরহংকার।
আমি বহুরূপী নই,
আমি ওমর সজীব ।
আমি মিথ্যা ও ধোকাবাজ নই,
আমি সত্যের পক্ষে।
আমি কোন নিরলর্জ ব্যক্তি নই,
আমি সাধারন মানুষের বন্ধু।
আমি কোন মাদক সম্রাট নই,আমি এর বিপক্ষে
সংগ্রাম করি।
আমি কোন বোনের ইজ্জত নিয়ে খেলা করি না,আমি মা বোনকে সম্মান করি।আমি সমাজের কিরমিনাল নই,আমি সমাজের বাস্তব চিত্র তুলে ধরি।আমি বিচারক নামের ঘুষ খোর নই,আমি সঠিক বিচারের পক্ষে।
আমি অর্থ লোভী নই, আমি নির্লোভী।
আমি স্বার্থপর নই,আমি মানুষকে সাহায্য করি। আমি নিরক্ষর নই,আমি সনদ প্রাপ্ত একজন দেশের নাগরিক ।
আমি মহাপন্ডিত নই, আমি একজন কবির মতো লিখি।
আমি চিত্র শিল্পী নই, আমি একজন কণ্ঠশিল্পী।
আমি কোন অভিনয় শিল্পী নই,আমি শিল্পী সমিতির সদস্য ।
আমি কোন কলেজের প্রিন্সিপাল নই,
আমি একজন ছাত্র।
আমি কোন ব্যরিষ্টার নই,আমি বর্তমান সমাজের গর্ব।আমি কোন অফিসার নই,আমি একজন ক্ষুদ্র বিজনেসম্যান।
আমি কোন হাজার কোটি বিলিয়নের মালিক নই,
আমি সামান্য টাকার মালিক ।
আমি কোন বাগানের মালিক নই,
আমি মানুষের মাঝে সুগন্ধ ছড়াই।
আমি কোন অপরাধী নই,আমি ষড়যন্ত্রকারী ও অন্যায়কারীর দুষমন।
আমি কারোর শত্রু নই, আমি দুঃসময়ের বন্ধু।আমি উত্তর, দক্ষিন, পূর্ব,পশ্চিম চিনিনা,আমি দুর্যোগ ও মহামারী দেখলে সব বঙ্গে ছুটে যাই।আমি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি,বাংলা আমার মায়ের ভাষা, আমি বাংলা ভাষায় কথা বলি।আমি কোন বিশ্ব কবি নই,আমি সাধারণ
একজন কবির মতো। আমিও কবিতা লিখি, কবিতা আমার নেশা,পেশা ও হিরণ্ময় হাতিয়ার।আমি বিনয়ের সাথে বলছি,আমি আপনাদের পাশে ছিলাম,আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।ইনশাল্লাহ।

আমি তার জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী কবিতার মাধ্যমে তুলে ধরলাম।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x