কুড়িগ্রামের চিলমারীতে হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসব

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বুধবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসব। ভোর থেকে এ উৎসব শুরু হয়ে দিনভর চলে। পিতা-মাতাসহ পূর্বপুরুষ ও নিজেদের পাপ মোচনের আশায় চিলমারীর থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারব্যাপী এলাকায় স্নানে অংশ নেন লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা। তবে এবারে পুণ্য স্নান বুধবার হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানায় অষ্টমী স্নান উৎসব আয়োজকরা। উৎসবে রংপুর বিভাগের ৮ জেলা ছাড়াও পাশের জেলা লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাসহ অন্য জেলার হিন্দু ধর্মের মানুষেরা অংশ নেন।

এর আগে এ উৎসব নির্বিঘ্ন করতে ও সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে। শুক্ল তিথি অনুযায়ী বুধবার ভোর ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ছিল অষ্টমী স্নানের উত্তম সময়।

আর উত্তম লগ্ন সকাল ৯টা ৯মিনিট ২৩ সেকেন্ড থেকে শুরু হয়ে রাত ৯টা ৯মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। কিন্তু স্নানে অংশ নিতে মঙ্গলবার বিকেল থেকে বাস, মাইক্রোসহ বিভিন্ন যান-বাহনে এসে অবস্থান নেন পুণ্যার্থীরা। পুণ্যার্থীরা জানান, পরশুরাম ব্রহ্মপুত্রের ত্রিধারায় গোসল করে মাকে হত্যার পাপ মোচন করেছিলেন। সেই থেকে তাকে অনুসরণ করে পাপ মোচনের জন্য বছরের নির্দিষ্ট দিনে এখানে স্নান করেন তারা।

এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান সুষ্ঠুভাবে করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। যাতে মেলা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তা আইনশৃ্খংলা রক্ষাকারী বাহিনী নজর রাখছে।

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এক মনোরম পরিবেশে উদ্বোধন হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিক্রয় ও প্রদশর্নী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x