খানসামার দুই প্রতারক চিরিরবন্দর থানা পুলিশের হাতে আটক

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আলোকডিহী ইউনিয়নে বেকিপুল বাজার পাশে ২জন অপহরণকারীকে আটক করেছে চিরিবন্দর থানা পুলিশ।গতকাল  বুধবার বিকেলে খবর পেয়ে চিরিবন্দর থানার এস আই কমল রায় ও এ এস আই শেখ সাদী   উপাজেলার আলোকডিহি ইউনিয়নে বেকিপুল বাজার এলাকা থেকে তাদের আটক করে ।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার  আঙ্গার পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে আনারুল(৩৫)ও একই উপজেলার উত্তর পাড়া এলাকার যতিশ চন্দ্রের ছেলে নিতাই চন্দ্র রায়(৩০)।

চিরিবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন ,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। ঘটনা যেহেতু খানসামা উপজেলায় তাই তাদেরকে খানসামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে খানসামা খানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামল  বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণের পুতুল ক্রয় করার জন্য খানসামা উপজেলায় শামিম নামে একজনের বাসায়  ঢাকা থেকে ছয়জন লোক আসে। আজকে সকালে পুতুল দিতে এসে ঐপরিবার কে অপহরণ করে আনারুল সহ তার দল। ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় তাদের কাছে। ১লাখ ৮০ হাজার টাকা দেয়া হয় অপহরণ কারীদের ।

পরে বিষয়টি জানাজানি হলে (পালিয়ে যাওয়ার সময়) স্থানিয়রা আনারুল ও নিতাইকে আটক করে চিরিরবন্দর থানায় ফোন দেয়।পরে চিরিরবন্দর থানা পুলিশ তাদের আটক করে আমাদের কাছে (খানসামা থানা পুলিশ) হস্তান্তর করেন।

এর আগেও আনারুলের বিরুদ্ধে খানসামা থানা প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছেন  ওসি শেখ কামাল হোসেন।

বৃষ্টির জন্য সাভারে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x